গোপালগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীদের দাবী আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন

0
2

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ০১ জুলাই স্ব স্ব পৌরসভায় অবস্থান কর্মসূচী, ০২ জুলাই স্ব স্ব জেলার প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচী এবং আগামী ১৪ জুলাই ঢাকাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় সোমবার (০১ জুলাই) সকাল থেকে গোপালগঞ্জ পৌরসভার সকল কর্মকর্তা/কর্মচারী পৌরসভা চত্বরে অবস্থান কর্মসূচী পালন করেছেন। অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন গোপালগঞ্জ পৌরসভা কমিটির সভাপতি ও গোপালগঞ্জ পৌরসভার সচিব কে.জী.এম. মাহামুদ। এ সময় অন্যদের মধে বক্তব্য রাখেন গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী অবিনাশ চন্দ্র সরকার, সহকারী প্রকৌশলী শাহীনুজ্জামান, ফরিদপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ হারুনার রশীদ, গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি এস.এম.সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ ইমরান আলী মোল্লা, প্রধান সহকারী নাড়– গোপাল সরকার, সোহেল সরদার, জুলফিকার আলী মোল্লা, জাকারিয়া আলম, স্বরুপ বোস, মনীষা বিশ্বাস, শরিফুল ইসলাম সিকদার, ইমারত হোসেন কাজী, আ.না.মু. মুসতায়ীন উদ্দিন, শাহ মোঃ রওশন হাবি, এস.এম. মাহফুজ, তছিকুর রহমান, জিয়াউর রহমান প্রমূখ। কর্মবিরতি চলাকালে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি আব্দুল আলীম মোল্লা কর্মসূচীতে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তরা তাদের প্রাণের দাবি পেনশন এবং গ্রাচ্যুয়েটি সহ কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে বেতন ভাতা প্রাপ্তির জন্য মানবতার মাতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here