গোপালগঞ্জ প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে গোপালগঞ্জের পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা, পেনশন ও সরকারী কোষাগার হতে বেতন প্রদানের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি পালন করেন। মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯ থেকে বিকেল ৪ টা পযর্ন্ত গোপালগঞ্জ প্রেস ক্লাব চত্বরে জেলার ৪টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সম্মিলিতভাবে এই অবস্থান কর্মসুচী পালন করেন।এ সময় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন জেলা কমিটির সভাপতি এস এম সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশীদ, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী অবিনাশ চন্দ্র সরকার, টুঙ্গিপাড়া পৌর সভার সচিব মাসরেকুল আলম, কোটালীপাড়া পৌরসভার সচিব জহির আহম্মেদসহ আরো অনেকে বক্তব্য রাখেন।বক্তরা তাদের প্রাণের দাবী পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধাদী, সরকারের কোষাগার থেকে প্রাপ্তির জোর দাবি জানান ।