কোটালীপাড়ায় ফলদ বৃক্ষমেলা-২০১৯ অনুষ্ঠিত

0
1
গোপালগঞ্জ  প্রতিনিধি :
পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার ” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে তিন দিন ব্যাপাী ফলদ বৃক্ষ মেলা ২০১৯ এর উদ্ধোধন হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকাল ১১ টায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্য্যালী উপজেলা চত্তর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোটালীপাড়া শিল্পকলা একাডেমির মাঠে এসে শেষ হয়। পরে শিল্পকলার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মাহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীর সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম.এম মাহফুজুর রহমান। উক্ত আলোচনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস.এম হুমায়ুন কবির, উপজেলা সহকারী কর্মকর্তা(ভূমি) মহসীন উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার,মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া প্রমুথ। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলের চারা বিতরন করা হয় । তিনদিন ব্যাপী এই ফলদ বৃক্ষ মেলায় প্রায় ৫০ টি স্টল অংশগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here