দৈনিক সমাজের কন্ঠ

গোপালগঞ্জে আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ সদর উপজেলা কাঠী গ্রামে কাঠী বাজারস্থ শেখ প্লাজায় কুখ্যাত সন্ত্রাসী শওকত মোল্যা ও তার বাহিনীসহ পূর্বপরিকল্পিত হামলায় মর্মান্তিকভাবে আহত মার্কেট মালিক সহ আহত ৭জন ও ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হওয়ায সন্ত্রাসী গংদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 ২১ তারিখ রবিবার বিকাল ৫টার দিকে কাঠী ইউনিয়ন বাসী ও বাজার কমিটির উদ্যেগে এ কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধনে নারী পুরুষসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা অংশ গ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন বাজার কমিটির সহ-সভাপতি ইমদাদ শেখ, কাঠী ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু শেখ , হামলায় আহত বদরুলের শশুড় বোরহান শেখ ও আহত আকরামের মা।এ সময় বক্তারা বলেন, এলাকার আধিপাত্য বিস্তার ও পূর্ব শত্রæতা সক্রান্ত বিরোধের জের ধরে গত ১৩ই জুলাই ২০১৯ইং শনিবার শেখ প্লাজায় যে হামলা হয়েছে এতে দোকান মালিক সহ আহত ৭ জনের উপর হামলাকারীদের দ্্রুত গ্রেফতার ও সঠিক বিচারের আওতায় আনার দাবী জানান।

উলেখ্য, ঘটনার পরের দিন শেখ প্লাজার মালিক মাহফুজ শেখ বাদি হয়ে ২০ জনের নাম ঊল্লেখ করে অজ্ঞাত আরো ১০ জনের নামে মামলা করেছেন।