কোটালীপাড়ায় “বুলবুল” এর তান্ডবে অসহায় মুক্তিযোদ্ধা ক্ষতিগ্রস্থ

0
0

 গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘূর্ণিঝড় “বুলবুল”-এর তাÐবে ক্ষতিগ্রস্থ হয়েছেন এক অসহায় মুক্তিযোদ্ধা পরিবার। গত রবিবার দেশের ওপর দিয়ে প্রবল বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় (বুলবুল)-এর আঘাতে উপজেলার পূর্বপাড়া গ্রামের অসহায় মুক্তিযোদ্ধা বিদ্যাধর বিশ্বাসের পরিবার এ ক্ষয়ক্ষতির স্বীকার হন। কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর তার লিখিত আর্থিক সাহায্যের আবেদন সূত্রে জানা যায়, ঝড়ের আঘাতে তার বসতঘরের ওপর একটি বড় গাছ পড়ে ঘরটি ভেঙ্গে যায়। এছাড়াও পুকুরের মাছ মরে যায়। সব মিলিয়ে তিনি লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ অসহায় মুক্তিযোদ্ধা বিদ্যাধর বিশ্বাসের সাথে যোগাযোগ হলে তিনি বলেন ঝড়ের সময় পরিবারের লোকজন নিয়ে ঘরের ভিতরেই ছিলাম, হঠাৎ বিকট শব্দে বড় গাছ ভেঙ্গে ঘরের ওপর পড়ে সকলে চাপা পড়ি, কোনরকম জীবন নিয়ে বেরিয়ে এসেছি, কিন্তু একমাত্র বসতঘরটি ভেঙ্গে চুরমার, মরে গেছে পুকুরের মাছও, কি করে এই ক্ষতি পোষাবো বুঝে উঠতে পারছি না। এ ব্যাপারে আমি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সাহায্যের দাবি জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here