মুকসুদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

0
2

গোপালগঞ্জ প্রতিনিধি  :
গোপালগঞ্জ থেকে আগামী ২২ জুন জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুমে অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক তাপশী বিশ্বাস দূর্গা। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর মেডিকেল অফিসার ডাঃ রায়হান ইসলাম শোভনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রউিলউল ইসলাম মোল্যা, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল পাশা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ। অবহিতকরণ ও পরিকল্পনা সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগামী ২২ জুন শনিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্তু জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ওই দিন ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় ৪০৮টি কেন্দ্রে ৪ হাজার ২৪১ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কোনো শিশু এই ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সেদিকে সকলের নজর রাখার আহবান জানানো হয় সভায়। সভায় মুকসুদপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স ভ্রাম্যমাণ বুথ বসানোর মাধ্যমে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here