দৈনিক সমাজের কন্ঠ

নবীগঞ্জে বাস চাপায় এক মহিলার মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা-সিলেটমহাসড়কেরহবিগঞ্জেরনবীগঞ্জউপজেলারমিনাজপুরনামকস্থানেইউনিকপরিবহণেরচাপায়ফুলজানবিবি(৬৮) এক বৃদ্ধানিহতহয়েছেন। রবিবার দুপুর ২টার দিকেউপজেলারমিনাজপুরসরকারিপ্রাথমিক বিদ্যালয়েরসামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতফুলজানবিবিউপজেলার দীঘলবাকইউনিয়নেরমশিবপুরগ্রামেরমৃতওয়াছিলউল্ল্যাহর স্ত্রী।
জানাযায়, উপজেলারমিনাজপুরগ্রামেফ্রি চক্ষু সেবাক্যাম্পে চিকিৎসানিতেআসেনফুলজানবিবি।পরেবাড়ি ফেরারপথিমধ্যে মিনাজপুর স্কুলেরসামনেরাস্তাপারাপারহওয়ারসময় দ্রæতগতিরসিলেটগামীএকটিযাত্রীবাসঢাকা মেট্রো(ব-১৫২৫৬৬) ফুলজানবিবিকেমারাত্মকভাবেচাপা দেয় । এতে ঘটনাস্থলেইফুলজানবিবিরমৃত্যু হয়। পরেঘাতকবাসটিকেআটককরে স্থানীয় লোকজন। এসময়চালকপালিয়েযায়। পরে স্থানীয় লোকজনমহাসড়কঅবরোধকরেবিক্ষোভকরেন।
খবর পেয়েনবীগঞ্জ-বাহুবলসার্কেলেরসিনিয়রসহকারিপুলিশসুপারপারভেজআলম চৌধুরী, নবীগঞ্জউপজেলাসহকারিকমিশনার (ভূমি) সুমাইয়ামমিন, হাইওয়েপুলিশেরসহকারিপুলিশসুপারসালমানফারসি,নবীগঞ্জ থানারভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো.আজিজুররহমান,শেরপুরহাইওয়ে থানারভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) এরশাদুলহকভূইয়াঁঘটনাস্থলে ছুঠেযান। এসময়উত্তেজিতজনতা স্থানীয় লোকজনের সাথে আলাপ-আলোচনাকরেপ্রায় ১ ঘন্টামহাসড়কঅবরোধ থাকার পর যানচলাচল স্বাভাবিকহয়।এ ব্যাপারে শেরপুরহাইওয়ে থানারভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) এরশাদুলহকভূইয়াঁনিহতেরসত্যতানিশ্চিতকরেছেন।