দেশকে মাদকমুক্ত রাখতে সুস্থ্য সংস্কৃতিচর্চারবিকল্প নেই- অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়

0
0
  • মোঃহাসান চৌধুরী – নবীগঞ্জ প্রতিনিধি :
    ঢাকা মেট্রোপলিটনপুলিশের অতিরিক্ত পুলিশকমিশনার কৃষ্ণপদ রায়বিপিএমবার, পিপিএমবারবলেছেনসারাদেশেরন্যায়নবীগঞ্জকেও মাদকমুক্ত রাখতে সুস্থ্য সংস্কৃতিকচর্চারবিকল্প নেই। তিনিবলেন, জীবনেরকাঙ্খিতলক্ষ্যে পৌছতেহলেনিজেকেসঠিকভাবে তৈরিকরতেহবে। তিনি গতরবিবাররাতেনবীগঞ্জেরঐতিহ্যবাহিসাংস্কৃতিকসংগঠনআনন্দ নিকেতন কর্তৃক তাঁকে দেয়া এক সংবর্ধনারজবাবে উপরোক্ত কথাগুলোবলেন।
    আনন্দ নিকেতনেরসভাপতিজিপেশ গোপেরসভাপতিত্বে ও সাবেকসভাপতিকাঞ্চনবণিকেরপরিচালনায়অনুষ্ঠিতসংবর্ধনাঅনুষ্ঠানেসংবর্ধিত ব্যক্তিত্ব ও প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেনঢাকা মেট্রোপলিটনপুলিশের অতিরিক্ত পুলিশকমিশনার কৃষ্ণপদ রায়বিপিএমবার, পিপিএমবার। বিশেষঅতিথি হিসেবে বক্তব্য রাখেনআনন্দ নিকেতনের উপদেষ্ঠা ও স্বাস্থ্য অধিদপ্তর-এরসাবেক ডেপুটিডাইরেক্টরডাঃশফিকুররহমান, নবীগঞ্জ থানারঅফিসারইনচার্জ মোঃআজিজুররহমান, ওসিতদন্তউত্তমকুমার দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবেরসাবেকসভাপতিআনোয়ার হোসেনমিঠু, আনন্দ নিকেতনের উপদেষ্ঠাআব্দুলআহাদ সাদী, ডাঃতাপসআচার্য্য, অসীমকুমাররায়, এড. অলকরায়, প্রধানশিক্ষকবিপুল চন্দ্র দেব। বক্তব্য রাখেন, অমীয়রায়, সুকেন্দু পুরকায়স্থ, চারু দেব, সাধন দাশ, বিষ্ণুপদ রায়, উত্তমকুমাররায়, উৎপল দাশ, আনন্দ নিকেতনেরসাবেকসভাপতিতনুজরায়, পিন্টুরায়, সাবেকসাধারণসম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরীতুহিন, সহ-সাধারণসম্পাদকসঞ্জয়বণিক, সহ-সাংগঠনিকসম্পাদক সৌমেনরায়, প্রচারসম্পাদক গোলামরব্বানী চৌধুরী রোমান, সদস্য পৃথ্বিশচক্রবর্তী, ঝলকচক্রবর্তী, ক্লাসপরিচালক সৈলেনকুমার দাশ। উপস্থিত ছিলেনসিদ্ধার্থ শংকরভট্টাচার্য্য, আলাল চৌধুরী, অনিক দাশরাজন, মোঃরাজিব, দূর্জয়রায় দীপ, নৃত্য বিভাগেরছাত্রকাশেমআলী, নেপাল ঘোষ, মোঃ আসাদুজ্জামান চৌধুরীলিংকন, জয় ঘোষ, রবিনমিয়া, রাজীবরায়প্রমূখ।
    প্রধানঅতিথি তার বক্তব্যে আরওবলেন, সংস্কৃতিচর্চার সাথে লেখাপড়াকেসর্বাত্মক গুরুত্ব দিতেহবে। কারন, সঠিকভাবে লেখাপড়ানাকরলেজীবনেরকাঙ্খিতলক্ষ্যে পৌছানোযাবেনা। তিনিবলেন, আপনারা যে যে অবস্থানেই থাকেননা কেনো, সেখান থেকেই দেশের মঙ্গলের জন্য কাজকরতেহবে। সবাইমিলে দেশের মঙ্গলে কাজকরলেঅবশ্যই সেই দেশ পিছিয়ে থাকতেপারেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here