নবীগঞ্জে সরকারী গাছ কর্তনের অভিযোগ

0
0
হাসান চৌধূরী ঃ নবীগঞ্জ প্রতিনিধি –

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের  ইনাতগঞ্জ বাজার চড়া সরকারী জায়গা থেকে দিন দুপুরে  জোর পূর্বক গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে স্থানীয়  ইউনিয়ন ভ‚মি অফিসের  তহশীল আব্দুল কাইয়ুমের নেতৃত্বে একদল প্রশাসনের লোকজন গিয়ে ঘটনার সত্যতা পেয়ে  গাছ কাটা অবস্থা গাছ জব্দ করে। ঘটনাটি ঘটেছে রবিবার(২৭অক্টেবর) দুপুরে। অভিযোগ ও ভ‚মি অফিস সূত্রেজানাযায়,  ইনাতগঞ্জ পশ্চিম বাজারের বাসিন্দা ওই এলাকার প্রভাবশালী ভূমিখেকো পর সম্পদ লোভি মৃত আলতাব হোসের পুত্র ওমর হোসেন গংরা গত শনিবার ও রবিবার সকালে মোস্তফাপুর মৌজার ১নং খতিয়ানের সাবেক দাগ নং ৩৩০ জে এল নং ১৮ সরকারী খাস জমি থেকে সরকারী দুই দিনে ৪৫ টি গাছ সরকারী কোন অনুমতি ছাড়াই জোর পূর্বক গাছ কেটে নেয়।  এ ঘটনার খবর পেয়ে ইনাতগঞ্জ ভ‚মি অফিসের তহশিদার আব্দুল কাইয়ুমের নেতৃত্বে একদল প্রশাসনের লোকজন  সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান। ১২টি গাছ ঘটনাস্থলে  আরো ৩৮টি গাছ ইনাতগঞ্জ পূর্ব বাজার থেকে জব্দ করা হয়। তহশিদার গাছ কাটার সর্দার হাসানের মুছলেখা রেখে ছেড়ে দেন। গাছ উদ্ধারের সত্যতা স্বীকার করেন তহশিদার। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপÍ সহকারী কমিশনার (ভূমি)  তৌহিদ বিন হাসান বলেন ঘটনার ব্যাপারে আমি অবগত নয় তবে তহশিদারের কাছ থেকে শুনে ঘটনার সত্যতা জেনে প্রশাসনিক ব্যবস্থা নেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here