নবীগঞ্জেভাড়ানিয়েসিএনজিশ্রমিক ও জনতারভয়াবহ সংঘর্ষে আহত অর্ধ শতাধিক ,অসংখ্য সিএনজি ভাংচুর

0
0

মোঃহাসান চৌধুরী :নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জউপজেলারআইনগাঁও-নবীগঞ্জসড়কেবাউসানাম স্থানে মঙ্গলবার দুপুরেভাড়ানিয়েবাকবিতন্ডাকে কেন্দ্র করেসিএনজিশ্রমিকও জনতারমাঝেভয়াবহসংঘর্ষে কমপক্ষেঅর্ধশতাধিক লোকআহতহয়েছে। এরমধ্যে আশংকাজনকঅবস্থায়রমজানমিয়া(৩০) ও ফয়জুররহমান(৬০) নামের২ জনকেসিলেটওসমানী মেডিকেলকলেজহাসপাতালে প্রেরণকরাহয়েছে। অপরআহতদের নবীগঞ্জউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসাকরাহয়েছে। এ সময়প্রায়অর্ধশতাধিকসিএনজিভাংচুরকরেছেএলাকার লোকজন। সংঘর্ষের খবর পেয়েনবীগঞ্জ থানারঅফিসারইনচার্জ মোঃআজিজুররহমানের নেতৃত্বে একদলপুলিশ দ্রæতঘটনাস্থলে পৌঁছেপরিস্থিতিনিয়ন্ত্রনকরে।
জানাযায়, উপজেলারআইনগাঁও-নবীগঞ্জসড়কেসিএনজিরভাড়ানিয়েশ্রমিকদের সাথে ওই সড়কেচলাচলকারীযাত্রীদের দীর্ঘদিনধরেবিরোধচলেআসছিলো। বিষয়টিরব্যাপরে ৩ দিন পূর্বে বাউসাইউনিয়নঅফিসে চেয়ারম্যান ও উপজেলাআওয়ামীলীগেরসাবেকসাধারণসম্পাদক মোঃআবুসিদ্দিকেরসভাপতিত্বে এক সভাঅনুষ্টিতহয়। ওই সভায়সিএনজিশ্রমিক নেতৃবৃন্দ ও ওই এলাকারবিভিন্নগ্রামেরমুরব্বিরাউপস্থিত ছিলেন। উভয়পক্ষের সম্মতিতেভাড়ানির্ধারণকরেতাপ্রকাশ্যে ঘোষণাকরেন চেয়ারম্যানআবুসিদ্দিক।এর ৩ দিনেরমাথায় মঙ্গলবার দুপুরেসিএনজিচালকআবুলমিয়াযাত্রীনিয়েআইনগাঁও স্ট্যান্ড থেকে নবীগঞ্জআসার পথে জনৈকযাত্রীকেবাউসাপয়েন্টে নামিয়েদিয়েনির্ধারিতভাড়া ১৫ টাকাচাইলে ওই যাত্রী ১০ টাকাদিতেচাইলেউভয়েরমাঝেকথাকাঠাকাঠিরশুরুহয়। এক পর্যায়ে ৭/৮ জনব্যাসায়ীসহ বেশকিছু লোক ওই সিএনজিচালককে জোরপূর্বকএকটি দোকানের ভেতরেনিয়ে বেদরকমারপিটকরেন। এ সময় ওই লোকজনরাস্তায় দাড়িয়েপ্রায়অর্ধ শতাধিকসিএনজিভাংচুরকরেন। এছাড়া বেশকয়েকটিগাড়ীরাস্তারপার্শ্ববর্তী খাদে ফেলে দেয় ওই লোকজন। ঘটনার খবর পেয়েনবীগঞ্জ থানারঅফিসারইনচার্জ মোঃআজিজুররহমানএকদলপুলিশনিয়ে দ্রæতঘটনাস্থলে পৌঁছেপরিস্থিতিনিয়ন্ত্রনকরেন। মোঃসালাম চৌধুরী(৫৫), মতিউররহমান(৪০), মিঠু(২২), আব্দুল(২৫), রফিমিয়া(২৫), ফজলমিয়া(৩৫), আব্দুলআলী(৩২), আব্দুলওয়াহিদ(২৬), সুমন(২২), আব্দুলওয়াহিদ(৫৫), চদ্দরমিয়া(৪০),সাকিল(১৮)সহআহতদের নবীগঞ্জউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায়এলাকায়উত্তেজনাবিরাজকরছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here