মায়ের জন্য নতুন কাপড় নিয়ে ফিরছিল নজরুল

0
0
হাসান চৌধুরীঃ নবীগঞ্জ ( হবিগঞ্জ ) প্রতিনিধি –
মাদ্রাসাছাত্র নজরুল ইসলাম (২০) ছিল ভবঘুরে প্রকৃতির । হুটহাট বাড়ি ছেড়ে পালাতেন । দেখা মিলত না কয়েক মাস । বাবা-মা তার এমন আচরণ মেনেই নিয়েছেন । কিন্ত ছেলে যে লাশ হয়ে ফিরবে , সেটা কেউ মানতে পারছেন না । মা বিলাপ করছেন আর বলছেন , তার জন্য যে নয়া কাপড় নিয়ে আসছিল নজরু ল । লখিন্দ রটা ( নজরুল ) না এলেই ভালো হতো । দুই ট্রেনে র সংঘষের্ নিহত ১৬ জনের মধ্যে নজরুল ও রয়েছেন । গত মঙ্গলবার দুপুরে পুলিশ তার মা-বাবাকে মোবাইলে নজরু লের নিহত হবার কথা জানান । নজরুল ইসলাম হ বিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের হারুন মিয়ার ছেলে । পরিবারের লোকজন জানান , নজরুল ছিলেন ভবঘুরে প্র কৃতির লোক । তিনি শ্রীমঙ্গলের একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া শেষ করে সেখানেই টমটম চালাতেন । দুই মাস , তিন মাস পর বাড়ি আসতেন । কোথায় থাকেন , সঠিক ঠিকানা কাউকে বলতেন না । নজরুলের মা জোসনা বেগম বলেন ,  আমার লখিন্দর ( ছেলে ) দুই মাস আগে আইলো , আবার আইলো আমার লাগি নয়া কাপড় আনবো , আজকা আমার লখিন্দর নয়া কাপড় পইরা বাড়ি আইবো ।’ এই বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি । জোসনা বেগম আরও বলেন , সে টমটম চালালেও কখনও নিজের পরিচয় লুকাতো না । সে বলত আমি গরিবের পুয়া ( ছেলে )। রিকশা চালালে শরম নাই । নজরু লের বাবা হারু ন মিয়া বলেন , ‘ চার ভাই এক বোনের মধ্যে নজরুল ছিল সবার বড় । দুই মাস ধরে তার কোনো খবর ছিল না । সে কোনো ফোনও ব্যবহার করত না । আজকে যে আমার জাদু লাশ হয়ে আসবে সেটা কে জানত । ইসলামপুর গ্রামের ব্যবসায়ী সুলতান মাহমু দ জানান , নজরু ল মাদ্রাসায় লেখাপড়া করলেও কখনও গ্রা মে আসত না । মাঝেমধ্যে এলে দে খা হতো । রিকশা , টমটম চালিয়ে নিজে চলত , পড়ালেখার খরচও চালাত । সে আরো জানাই নজরুলের মৃত দে হটি আনতে তার বাবা মা বুধবার সকালে হবিগঞ্জ মগের্ যান । এখন নজরুলের লাশ বাড়ীতে আসেনি লাশ নিয়ে আসার পর দাফন করা হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here