দৈনিক সমাজের কন্ঠ

নবীগঞ্জে বাজার নিয়ন্ত্রন রাখতে অভিযান ,উধাও পিয়াজ

মোঃ হাসান চৌধুরী – নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:  নবীগঞ্জে পিয়াজের বাজারে আগুন। প্রতি কেজি পিয়াজ বিক্রি হচ্ছিল ২২০/২৫০ টাকা। এমন খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রিট তৌহিদ বিন হাসানের নেতৃত্বে পিয়াজসহ দ্রব্য মুল্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে নবীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয় গত ৩/৪ দিন পুর্বে। এ সময় কয়েকটি দোকানে অভিযান পরিচালনাকালে ক্রেতা সাধারণের মাঝে ৬০ টাকা কেজিতে পিয়াজ বিক্রি করা হয়। এ খবর পেয়ে ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও মজুদদাররা তাদের গোডাউন থেকে পিয়াজ সরিয়ে নেয়। ফলে গত ৩/৪ দিন ধরে নবীগঞ্জ শহরের কোন দোকানে পিয়াজ পাওয়া যাচ্ছে না। ক্রেতারা দোকানে দোকানে ঘুরে পিয়াজ পাচ্ছেন না। ব্যবসায়ীরা জানান, তাদের দোকানে পিয়াজ নাই। তবে কেউ ছড়া মুল্য দিলে গোপনে পিয়াজ দেয়া হচ্ছে। এছাড়া গত ক’দিন ধরে লবনের দাম বৃদ্ধি পাচ্ছে এমন গুজবে লবন ক্রয়ের হিড়িক পড়ে। শহরে ৩৫ টাকা কেজিতে লবন বিক্রি হলেও গ্রামের বাজারে ৫০/৬০ টাকা কেজিকে লবন বিক্রি হয়েছে। এমন গুজবের কারনে পুলিশ মাঠে নামে এবং দোকানে দোকানে গিয়ে লবন পর্যাপ্ত মজুদ আছে, দাম বৃদ্ধির খবর নিছক গুজব। এতে বিভ্রান্ত না হয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করারও অনুরোধ করা হয়।