দৈনিক সমাজের কন্ঠ

নবীগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্টিত

মোঃ হাসান চৌধুরী- নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার ২০১৮ কর্তৃক ঘোষিত প্রতি উপজেলা হতে ১ হাজার দক্ষ কর্মীকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা সচেতনতা মূলক সেমিনার নবীগঞ্জে অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত সেমিনারের আয়োজন করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে ও নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন ও শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়ার যৌথ পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশ, জাবেদুল আলম চৌধুরী সাজু প্রমুখ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল হাসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার শিকদার, মোঃ আলমগীর মিয়া, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলীসহ উপজেলার জনপ্রতিনিধি,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্ততারা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বর্তমান সরকারের উন্নয়নের রুপরেখা ও এ উন্নয়নের রুপরেখা বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করা হবে। পরে সাংবাদিকদের এ বিষয়ে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের বিষয় বস্তু নিয়ে আলোচনা করা হয়।