দৈনিক সমাজের কন্ঠ

নবীগঞ্জে রাস্তার কাজের টাকা আত্নসাতের অভিযোগ

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের জন্তরী গ্রামের রাধেশ দাশের বাড়ী হইতে শ্রাবন দাশের বাড়ী পর্যন্ত রাস্তার মেরামতের টাকা আতœসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার বিকেলে গ্রামবাসী পক্ষে ২৪ জনের স্বাক্ষরসম্মেলিত একটি অভিযোগ নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসরারে কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।অভিযোগ সূত্রে জানাযায়, ২০১৮-২০১৯ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় ৪৩ হাজার ২ শত ৭০ টাকার একটি রাস্তার মেরামতের কাজ পাশ হয়। কিন্তু প্রকৃত পক্ষে জন্তরী গ্রামের রাধেশ দাশের বাড়ী হইতে শ্রাবন দাশের বাড়ী পর্যন্ত রাস্তার মেরামতের কোজ কাজ করা হই নাই। ওর্য়াড মেম্বার সাইদুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজশে রাস্তার মেরামতের কোজ কাজ না করেই উক্ত প্রকল্পর টাকা সম্পূর্ন আতœসাত করা হয়েছে। উল্লেখ্য যে ওই রাস্তা মেরামত কাজের যাদের কে নিযুক্ত দেখানো হয়েছে তারা দুজই অপ্রাপ্ত বয়স্ক। তারা হলেন উপজেলা ভূমি অফিসের নাইড গার্ড মনীন্দ্র দাশের পুত্র রাধের দাশ (১২) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের নিজেকে অফিসার দাবিদার মিন্টু দাশের পুত্র শ্রাবন দাশ(৫) বছর ওই দুজন শিশু কিশোর কিভাবে একটি প্রকল্পর কাজ পায় ্ও নিয়ে ওই এলাকার জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রাস্তা মেরামত না করে প্রকল্পের টাকা আতœসাত করার অভিযোগ এনে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসী।