দৈনিক সমাজের কন্ঠ

বিদায় ঘটনাবহুল ২০২০। শুভ নববর্ষ। ভোরেই উদিত হবে ২০২১ সালের নতুন সুর্য

ডা. শাহরিয়ার আহমেদ: বিদায় ঘটনাবহুল ২০২০। ভোরেই উদিত হবে ২০২১ সালের নতুন সুর্য। করোনা ভাইরাস, শীত ও রাজনৈতিক তর্ক বিতর্কে বছর জুড়ে সরগরম ছিলো ২০২০ সাল। ২০২০ এর পর আজ শুরু হলো ২০২১ সাল। মহাকালের গর্ভে হারিয়ে গেলো আরও একটি বছর। শুক্রবার ভোরে উদিত হবে নতুন সূর্য। পুরানো সকল আনন্দ-বেদনা কালের মহাস্রোতে হবে ইতিহাস। বিদায়ী ২০২০ সাল আমাদের জাতীয় জীবনে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২০ সালে আমাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, স্বাস্থ্যখাত এবং শিক্ষাক্ষেত্রে একটি ঘটনাবহুল বছর ছিল। জাতীয় জীবনে এসেছে নানা দুর্ভোগ, এসেছে উত্থান পতন। নতুন বছরে অতীতে সকল দুঃখ-বেদনা ভুলে নতুনভাবে এগিয়ে যেতে চান সকল শ্রেণি-পেশার মানুষ। তাই সবার একটাই প্রত্যাশা নতুন বছরটি যেন ভালো যায়। বিশ্বের নানা প্রান্তে বর্ণিল আয়োজনের মধ্যে উদযাপিত হবে খ্রিষ্টীয় নতুন বর্ষবরণ।  আন্তর্জাতিক সময়-মানের সব থেকে কাছাকাছি অবস্থান তাই প্রতিবার নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর সর্বপ্রথম বর্ষবরণের সুযোগ পায়। ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই উল্লাসে মেতে ওঠেন নিউজিল্যান্ডবাসী। দেশ-বিদেশ থেকে আসা কয়েক লাখ মানুষ ভিড় জমায় অকল্যান্ডের ৩শ ২৮ মিটার দীর্ঘ স্কাই টাওয়ারে। বছর শুরুর চোখ ধাঁধানো রঙিন আতশবাজি আর লেজার শো’তে মন্ত্রমুগ্ধ সবাই। সারা বিশ্বে বর্ণিল আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হলেও করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।