দৈনিক সমাজের কন্ঠ

বিদায়ী বসরের সকল গ্লানী মুছে নতুন বসরে সকলের প্রত্যাশা পূর্ণতা পাক, ভালো থাকুক বাংলাদেশ

ডা. শাহরিয়ার আহমেদ (সম্পাদক) দৈনিক সমাজের কন্ঠ

ডা. শাহরিয়ার আহমেদ: বিদায়ী বসরের সকল গ্লানী মুছে নতুন বসরে সকলের প্রত্যাশা পূর্ণতা পাক, ভালো থাকুক বাংলাদেশ। বিদায় হলো আমাদের জীবন থেকে আরেকটি ইংরেজি বছর, ২০২০ইং।করোনা মহামারীর মাঝেও সুস্থ্যভাবে বেঁচে থাকতে পারার জন্য আল্লাহ পাকের নিকট অশেষ কৃতজ্ঞতা জানাই। প্রতি বছরেই নানান চড়াই-উৎড়াই পেরোতে হয়, কারো মুখে থাকে প্রফুল্লতা,কারোবা মুখে হতাশা,করোবা মুখে নতুন কিছু করার দৃড়তা! পাওয়ার আনন্দ,আবার হারানোর বেদনা! গতানুগাতিক এসব ঘটনাই এক-একটি বছর পার করে নিয়ে যাচ্ছিল আমাদেরকে। কিন্তু মার্চ/২০২০ থেকে পুরো বিশ্বজুড়ে করোনা ভাইরাস তার মরন থাবা হানা শুরু করলো। চেহারা ঢেকে আমাদের মুখে চড়াল মাস্ক, একজনকে আরেকজন থেকে সরিয়ে দিল ৬ ফুট দুরত্ব।কেমন একটা অপরিচিত আর বেমানান জীবন!হাঁচি-কাশি দিলেই মনে হত ধরা খেলাম নাকি?কত প্রাণ ঝরে গেল অকালে,অনেক কষ্ট পেয়ে।আশার কথা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে।আলহামদুলিল্লাহ।হয়ত এক সময় আমরা সবাই পাব!তার আগে পর্যন্ত স্বাস্থ্যবিধি না মানার কোন বিকল্প নেই।।”নেগেটিভ” শুনলেই মন খারাপ হয়!শুধু করোনার টেস্ট রিপোর্ট নেগেটিভ আসলে আনন্দের পাশাপাশি মনেহয় নতুন জীবন পেলাম! এবছর পদ্মা সেতু হয়েছে,শিক্ষাখাতে স্কুল পর্যায়ে কিছু মনে রাখার মতো পরিবর্তন হয়েছে।মহেষখালীর মাতারবাড়ি বন্দরে জাহাজ ভেড়া শুরু হয়েছে।দেশে গাড়ি উৎপাদন হচ্ছে,এরকম আছে অনেক প্রাপ্তী-কষ্ট পাওয়ার বিষয়গুলো না হয় কিছুক্ষন দুরে সরিয়ে রাখি! নতুন বছর ২০২১ ইং এ কি পাব,আর কি পাবনা, তা নিয়ে আর ভাবতে ইচ্ছে করেনা।মনেহয় করোনা রোগটা আসার আগে যেমন জীবনটা ছিল-তেমন জীবনটাই শুধু ফিরে আসুক!এই আতঙ্কিত জীবন আর চাই না! চলে যাক মাস্ক,চলে যাক নিরাপদ দূরত্বের এই নিয়ম।২০২০ ইং এ যারা সুস্হভাবে বেঁচে থাকলাম, আমার বিশ্বাস এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তী। নতুন বছর ২০২১ হোক করোনা মহামারী মুক্ত,আবার আসুক সুস্হ- স্বাভাবিক জীবন,মানুষের মধ্যে সৃষ্টি হোক নিয়ম মানার তাগিদ,গড়ে উঠুক ভাতৃত্ব-সহমর্মিতা!মানুষের চলার পথ হোক নিষ্কন্টক,সন্মানটা থাকুক নিরাপদ।স্বপ্ন দেখা আর তা বাস্তব হওয়া শুরু হোক- কারো ‘হক’ থেকে কেউ বঞ্চিত না হোক!মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক চিকিৎসা,শিক্ষা,প্রযুক্তি,নিরাপত্তায়- উন্নতির শিখড়ে,দুর্বার গতিতে!- ২০২১ ইং সনে এতটুকু স্বপ্ন আমি দেখতেই পারি, মহান আল্লপাকের নিকট বাস্তবায়নের জন্য দোয়া চাইতেই পারি। সবাইকে ইংরেজি নতুন বছর ২০২১ এ শুভেচ্ছা আর শুভ কামনা রইল নিরন্তর! ভালো থাকুন, নিরাপদ থাকুন।