সমাজের কণ্ঠ ডেস্ক ১৬ আগস্ট, ২০১৯
-ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি এই প্রথমবারের মতো স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আজ শুক্রবার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার জগদিশ প্রসাদের হাতে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত হোসেন মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। এ সময় উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরাসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন জানান, গতকাল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ছিলো। এ উপলক্ষে ভারতের স্বাধীনতা দিবসের আনন্দকে ভাগাভাগি করে নিতে আজ বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি।