দৈনিক সমাজের কন্ঠ

সড়ক দুর্ঘটনা এড়াতে মহাসড়কে ইজিবাইক, সিএনজি ও ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা জরুরী

ডা. শাহরিয়ার আহমেদঃ দেশের মহাসড়কগুলিতে বেড়েই চলেছে ইজিবাইক, সিএনজি ও ব্যাটারী চালিত ভ্যানের দৌরাত্ব, অদক্ষ চালকদের বেখেয়ালী ড্রাইভিংয়ে ঘটছে একেরপর এক সড়ক দুর্ঘটনা।  দেশের হাইওয়ে সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন এসব অটোবাইক, সিএনজি ও ব্যাটারী চালিত ভ্যান। এতে মহাসড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজনট। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারন মানুষ।

অদক্ষ চালক ও শহরের ধারণ ক্ষমতার কয়েকগুন অটোরিকশা চলাচল করায় তীব্র যানজটের শহরে পরিণত হয়েছে রাস্তাগুলো বলে মনে করছেরন শহরবাসী।

মহাসড়কে এসকল গাড়িগুলি চলাচলে নিষেধাজ্ঞা না দিলে কমবেনা সড়কের দুর্ঘটনা। এই সকল গাড়িগুলি শুধু গ্রাম ও মহল্লার রাস্তাগুলিতে চলাচল করলে উপকৃত হবে সাধারন মানুষ এজন্য এই গাড়িগুলিকে গ্রাম ও মহল্লার জন্য অনুমোদন দিয়ে মহাসড়কে নিষেধাজ্ঞা দেওয়া সময়ের দাবী বলে মনে করেন সাধারন মানুষ।