আবারো হিমছড়ি সৈকতে ভেসে উঠল মৃত তিমি

0
0

ঋতু দে, স্টাফ রিপোর্টার।  একটি বালিচাপা দিতেই শনিবার সকালে হিমছড়ি সৈকতে ভেসে উঠল আরেকটি মৃত তিমি। সকালে তিমিটি ভেসে আসলেও জোয়ারের পানি কমার পর পরিপূর্ণভাবে দেখা যায় এবং স্থানীয়দের দৃষ্টিগোচর হয়।তিমিটি প্রায় ৫০ ফুট লম্বা এবং লেজে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা যায়। উল্লেখ যে একইভাবে শুক্রবারও ভেসে এসেছিল এক বিশালাকৃতির মৃত তিমি। যদিওকঙ্কাল সংগ্রহের উদ্দেশ্যে তিমিটি বালুচাপা দেয়া হয়।তবে আজকেরটি আগেরটির থেকে বৃহদাকৃতির।আগের দিনের মৃত তিমিটি প্রায় ৪০ ফুট ছিল বলে জানিয়েছেন কক্সবাজারের মেরিন লাইফ অ্যালায়েন্সে- এর নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম। এছাড়া শুক্রবারের তিমিটি শরীরে আঘাতের চিহ্ন ,শরীর লালচে এবং মুখের অংশ গলিত অবস্থায় পাওয়া গেছে।উল্লেখ্য, পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ থেকে জানা যায় যে ১৯৯৬ ও ২০০৮ সালে পৃথক দুটি বিশাল তিমি এভাবেই ভেসে এসেছিল। কেনই বা ভেসে আসছে মৃত তিমি আর কোথা থেকেই বা আসছে এ গবেষকরা চিন্তিত কারন বঙ্গোপসাগরের এ অংশে তিমির আনাগোনা কম। তিমি দুটির মৃত্যুর সঠিক কারন ও প্রজাতি নিয়ে এখনও সন্দিহান বিশেষজ্ঞরা। সংশ্লিষ্টদের ধারণা জাহাজের সাথে ধাক্কা খেয়ে অথবা সমুদ্রের ফেলা কোন প্লাস্টিক জাতীয় বস্তু খেয়েও মারা যেতে পারে। তবে মৃত্যুর সঠিক কারন উদ্ঘাটনের উদ্দেশ্যে বন বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই তিমির শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here