দৈনিক সমাজের কন্ঠ

নবীগঞ্জে শাখা-বরাকনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মোঃহাসান চৌধুরী :নবীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলারনবীগঞ্জেশাখা-বরাকনদীতেঅবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানশুরুহয়েছে। গতকালমঙ্গলবার (০৩/০৩/২০২০)সকালে উচ্ছেদ অভিযানশুরুকরেহবিগঞ্জ জেলাপানিউন্নয়ন বোর্ড। ভেঙ্গে দেয়া হবেশাখা-বরাকনদীতেনির্মাণকৃত ১শ ১টি অবৈধবাড়ি দোকানপাটসহ স্থাপনা। নবীগঞ্জউপজেলারহাটনবীগঞ্জ, শিবপাশা ও রিফাতপুর মৌজায়অন্তর্গতশাখাবরাকনদীরতীরবর্তীচরগাঁওব্রীজহতেরিফাতপুর, বরাকনগরএলাকায়অবৈধবসবাসকারীদের সরকারীভূমিতেঅবৈধভাবেগড়েউঠাবসতবাড়ী/দোকানভিটনামেরতালিকাপ্রকাশকরাহয়েছে। এ তালিকায়রয়েছেনবীগঞ্জ পৌরসভার গ্রোথ সেন্টার। উচ্ছেদ অভিযানেরপুর্বে হবিগঞ্জপানিউন্নয়ন বোর্ড নবীগঞ্জউপজেলাসহকারীকমিশনার (ভূমি) এবংনবীগঞ্জ পৌরসভারসার্ভেয়ারলাল দাগদিয়েচিহ্নিতকরেনঅবৈধ স্থাপনা গুলো। তবেমাপযোগেঅনিয়ম দুর্নীতিরঅভিযোগপাওয়া গেছে। প্রথমে লাল দাগদিয়ে গেলে ও অর্থের বিনিময়েছাড় দেওয়াহয়েছেঅনেকের স্থাপনাএবং গুঞ্জনরয়েছেসার্ভেয়ারদের বিরুদ্ধে। গতকাল উচ্ছেদ অভিযানপরিচালনাকরেনহবিগঞ্জ জেলারসিনিয়রসহকারীকমিশনার ও অভিযানেরনির্বাহীম্যাজেষ্ট্রিটলুসিকান্তহাজং। তাকেসহযোগিতাকরেনপানিউন্নয়ন বোর্ডেওনির্বাহীপ্রকৌশলীএমএল সৈকত,উপ-বিভাগীয়প্রকৌশলীমিনহাজআহমেদ শোভনসহপানিউন্নয়ন বোর্ডেওকর্মকর্তা,কর্মচারী ও নবীগঞ্জ থানারএকদলপুলিশ। এসময়তাদের সাথে ছিলেননবীগঞ্জ পৌরসভার মেয়রছাবিরআহমদ চৌধুরী, প্যানেল মেয়রএটিএমসালাম, নবীগঞ্জ প্রেস-ক্লাবেরসভাপিত মোঃসরওয়ারশিকদার, সাধারনসম্পাদক মোঃআলমগীরমিয়া। এব্যাপারেনবীগঞ্জউপজেলানির্বাহীকমিশনার (ভূমি) সুমাইয়ামমিনবলেন, অবৈধভাবেনদী দখল উচ্ছেদ অভিযানএকটিচলমানপ্রক্রিয়াএটিঅব্যাহত থাকবে। মাপযোগেসার্ভেয়াররাঅনিয়ম দুর্নীতিকরেছেনএমন গুঞ্জনরয়েছেসাংবাদিকদেরএমনপ্রশ্নেরজবাবেসুমাইয়ামমিনবলেন,অবৈধ স্থাপনামাপযোগেরসময়যারাআপত্তিকরেছেনতারাআবেদনকরেছেন। আবেদনের প্রেক্ষিতেআমিনিজেএসেঅনেকজায়গায়আবারমাপযোগকরেছি। কোনোঅনিয়মহয়নি। পানিউন্নয়ন বোর্ডেরনির্বাহীপ্রকৌশলীএমএল সৈকতবলেন, শাখা-বরাকনদীর ১৫ কিলোমিটারজায়গাখননকরাহবে। ৪৫ টিনদীখালখননেরজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরকাছেআবেদনকরাহয়েছে।