দৈনিক সমাজের কন্ঠ

হরিণাকুণ্ডুতে বীর মুক্তিযোদ্ধা আব্দার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুদিপ্ত সালাম, হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দার হোসেন গত সোমবার দিবাগত রাত তিনটায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না——–রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা আব্দার হোসেন উপজেলার জোড়াদাহ ইউনিয়নের কালীতলা মাঠপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের পুত্র। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।
গত মঙ্গলবার দুপুরে মৃতের বাসভবণ প্রাঙ্গণে একটি চৌকশ পুলিশ সদস্যদের গার্ড অব অনার প্রদর্শনকালীন বীর মুক্তিযোদ্ধা আব্দার হোসেনকে শেষবারের মতো  ফুল দিয়ে সন্মাননা সহ ছালাম জানান উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সেলিম আহমেদ।
এসময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দীন মাস্টার, জেলা ডেপুটি কমান্ডার রেজাউল ইসলাম গেন্দা, যুদ্ধকালীন কমান্ডার আতিয়ার রহমাম,অফিস সহকারী মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জোড়াদাহ ইউপি চেয়ারম্যান বাবু মিয়া, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুদিপ্ত সালামসহ ভায়না ও জোড়াদাহ সহ সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
মৃত বীর মুক্তিযোদ্ধার পুত্র আরিফুল ইসলাম জানান গত এক সপ্তাহ পূর্বে তার পিতা আব্দার হোসেন লিভার ছিলছিস ও এ্যাজমা রোগে আক্রান্ত চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।