প্লাস্টিকের ‘ওয়ান টাইম কাপে’ গরম চা খাওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুকি

0
1

ডাঃ শেখ শাহরিয়ার আহমেদ (সম্পাদক) – করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে নিজেকে সেফ রাখতে আমরা যে প্রতিনিয়ত চা পান করছি সেটা যে কাপে পান করছি সেটা কি আসলেই স্বাস্থ্যসম্মত? না কি ঝুকিপুর্ণ? বাস্তবতা হচ্ছে প্লাস্টিকের ‘ওয়ান টাইম কাপে’ গরম চা খাওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুকি। প্লাস্টিকের মধ্যে থাকা ‘বিসফেনল’ নামের টক্সিন এ ক্ষেত্রে বড় ঘাতক। গরম খাবার বা পানীয় প্লাস্টিকের সংস্পর্শে এলে ওই রাসায়নিক খাবারের সঙ্গে মেশে। এটি নিয়মিত শরীরে ঢুকলে মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের কাজের স্বাভাবিকতা বিঘ্নিত হয়।

পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু কমে যায়। হার্ট, কিডনি, লিভার, ফুসফুস এবং ত্বকও মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকী স্তন ক্যান্সার হওয়ারও আশঙ্কা থাকে।

প্লাস্টিকের কাপ বানাতে সাধারণত যে যে উপাদান ব্যবহার করা হয়, সেগুলি বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে ক্লান্তি, হরমোনের ভারসাম্যতা হারানো, মস্তিষ্কের ক্ষমতা কমে যাওয়া-সহ একাধিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

বোতল বা পাত্র তৈরিতে ব্যবহৃত পলিভিনাইল ক্লোরা- ইডকে (পিভিসি) নরম করা হয় থ্যালেট ব্যবহার করে।এই ‘থ্যালেট’ আমাদের শরীরের জন্য বিষের ন্যায়।

অতএব প্লাস্টিকের ওয়ান টাইম কাপে চা খাওয়া বন্ধ করুন, সুস্থ্য থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here