দৈনিক সমাজের কন্ঠ

চলতি বছর ঈদুল আযহায় গরু কোরবানি না দেয়ার অনুরোধ করছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের – স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের কণ্ঠ  ডেস্ক  :১৭ জুলাই, ২০১৯  –

চলতি বছর ঈদুল আযহায় গরু কোরবানি না দেয়ার অনুরোধ করছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সংগঠনগুলোকে এই অনুরোধ করছেন তিনি।

তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মেহমুদ আলি সাংবাদিকদের জানান, কোনো বিশেষ কারণে এই অনুরোধ করা হচ্ছে না। এই অনুরোধ করা হচ্ছে, তার কারণ একটি সম্প্রদায়ের মানুষ গরুর পূজা করে।

তিনি আরো বলেন, আমি সকল মুসলিম ভাইদের কাছে অনুরোধ করছি, গরু কোরবানি দেয়া থেকে বিরত থাকার ব্যাপারে। ‌কারণ, গরুকে সম্মান দিয়ে পূজা করা হয়। মুসলিম সম্প্রদায়ের মানুষরা ছাগল ও অন্যান্য ছোট পশু কোরবানি দিতে পারে। যদি এরপরও গরু কোরবানি দেয়া হয়, তাহলে পুলিশ আইনের পথেই হাঁটবে। গত বছরও পুলিশ বাণিজ্যিক যানবাহনকে এসকর্ট করে নিয়ে গিয়েছিল।

মন্ত্রী আরো জানান, হায়দরাবাদে পূর্বপুরুষদের তৈরি করা চারমিনার একটি বিশেষ অর্থ বহন করে। সেখানের চারটি স্তম্ভ আছে। যার অর্থ, হিন্দু, মুসলিম, শিখ এবং খৃষ্টান ধর্মকে সম্মান জানানো। ১১ আগস্ট ঈদ হবে। তাই এই আবেদন করা হচ্ছে সবার কাছে। কারণ মানবতাই বড় ধর্ম।