দৈনিক সমাজের কন্ঠ

ভারতে এবার নামাজের পর ‘জয় শ্রীরাম’ না বলায় কিশোরকে মারধর

সমাজের কণ্ঠ  ডেস্ক : ২৯ জুন, ২০১৯ -ভারতে আবারও যোগীরাজ্যে আক্রমণের শিকার মুসলিম কিশোর। নামাজ শেষ করার পর মসজিদ থেকে বের হতেই ‘জয় শ্রীরাম’ বলতে তাকে জোর করে গেরুয়া উগ্রপন্থীরা। রাজি না হওয়ায় বেধড়ক মারা হয় কিশোরটিকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কিদওয়াই নগরে।

ভারতীয় গণমাধ্যম জানায়, ১৬ বছরের মোহাম্মদ তাজ শুক্রবারের নামাজ শেষে বের হওয়ার পর বেশ কয়েকজন যুবক এসে তাঁকে ঘিরে ধরে। এরপরই তাজের ফেজ টুপি খুলে ফেলে দেওয়া হয়। জোর করা হয় জয় শ্রীরাম বলার জন্যে।

অসম্মতি জানালে তাজকে ওই যুবকেরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ইতোমধ্যেই বিষয়টি সাড়া ফেলেছে বিভিন্ন দিকে। চাপের মুখে পুলিশ মামলা রুজু করেছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

উল্লেখ্য, দিন কয়েক আগেই ঝাড়খণ্ডে এক মুসলিম যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়। তার আগে তাঁকে দিয়ে জয় শ্রীরাম, জয় হনুমান বলানো পর্যন্ত হয়। পশ্চিমবঙ্গেও জয় শ্রীরাম না বলতে চাওয়ায় ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এক মাদ্রাসা শিক্ষককে। পুরো ভারতজুড়েই আপাতত এই দৃশ্য বারবার দেখা দিচ্ছে।