ডেস্ক নিউজ: ভারতের উত্তরপ্রদেশ ভোটের (UP Allembly Polls 2022) দামামা বেজে উঠেছে, চলছে দল বদলের পালা। সমস্ত পক্ষ ভোটের জন্য ভোটযুদ্ধের কৌশল সাজাতে ব্যস্ত। এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবাতীর অস্বস্তি বাড়ালেন ছার্তাওয়াল বিধানসভার বিএসপি (BSP) পর্যবেক্ষক আর্শাদ রানা (Arshad Rana)। বিধানসভা ভোটের টিকিট দেওয়ার জন্য দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করলেন তিনি। থানায় অভিযোগ জানাতে গিয়ে কার্যত কেঁদে ভাসালেন।
আর্শাদ রানার (Arshad Rana) অভিযোগ, টিকিট দেওয়ার জন্য তাঁর থেকে মোট ৬৭ লক্ষ টাকা নিয়েছে দলের নেতারা। কিন্তু সম্প্রতি প্রার্থী ঘোষণা হতেই তিনি দেখেন, সলমন সায়িদকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিএসপি (BSP)। এরপরই দলের ওই নেতাদের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ করেন আর্শাদ রানা (Arshad Rana)। পুলিসের দ্বারস্থ হন সাংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কার্যত হাউহাউ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। লখনউতে বিএসপির (BSP) প্রধান দফতরে গিয়ে আত্মহত্যার হুঁশিয়ারিও দেন।