দৈনিক সমাজের কন্ঠ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনঃ মোদির ভরাডুবি। বিজয়ী হলো মমতার তৃণমুল

ডিএসকে আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত বিজয়ের হাসি মমতার মুখেই।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, নন্দীগ্রামে সর্বশেষ ১৭তম রাউন্ড ভোট গণনা শেষে শুভেন্দুর চেয়ে এক হাজর ২০০ ভোটে এগিয়ে আছেন মমতা।

এপিবি আনন্দের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস ২০৯টি আসনে ও বিজেপি ৮১টি আসনে এগিয়ে রয়েছে।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ২০৭টি আসনে ও বিজেপি ৭৮টি আসনে এগিয়ে রয়েছে।