ভারত সরকারের দেওয়া উপহারের সব কয়টা এ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌছেছে

0
0

মোঃ শাহারুল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধিঃ করোনায় বাংলাদেশের পাশে দাঁড়াতে বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারত সরকার। উপহারের ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে পঞ্চম চালানে বাকি ৯টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। পরে বেনাপোল বন্দর থেকে ঢাকায় নেওয়া হয় উপহারের সবগুলো অ্যাম্বুলেন্স।

বৃহম্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপহারের অ্যাম্বুলেন্স গুলো ঢাকায় পৌঁছে যায়।

অ্যাম্বুলেন্স আমদানিকারকের প্রতিনিধি মেহেদী হাসান জানান, অ্যাম্বুলেন্সের আমদানিকারক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট জেড আর করপোরেশন। ভারত সরকার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন। উপহারের সবগুলো অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বেনাপোল স্থলবন্দর থেকে গুলো ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাস কর্মকর্তারা সরকারের প্রতিনিধিদের হাতে উপহার তুলে দিবেন বলে জানা যায়।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম বলেন, বন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে উপহারের অ্যাম্বুলেন্স গুলো সঠিক ভাবে ঢাকায় পৌঁছেছে

মোবাইল 01732390325

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here