দৈনিক সমাজের কন্ঠ

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। 

সমাজের কন্ঠ ডেস্ক – কক্সবাজারে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে দুপুর ১২টা থেকে কলেজ গেটে প্রতিবাদ সভায় অংশ নেন তারা। এ সময় চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল এবং কক্সবাজারে চিকিৎসকদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান ইন্টার্ন চিকিৎসকরা। এক পর্যায়ে চিকিৎসকদের কেউ কেউ প্রতিবাদমুখর হয়ে রাস্তায় শুয়ে পড়েন। ইন্টার্ন চিকিৎসক পরিষদ সভাপতি আশিক রেজা রিয়াদ বলেন, ‘এ আন্দোলন কারো একার নয়। এ আন্দোলন আমাদের সবার। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাবো।’

প্রসঙ্গত, একিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত একজন রোগী কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের ভর্তি ছিলেন। তার অবস্থা খুবই খারাপ ছিল। রোগীর স্বজনদের বিষয়টি জানানোর পাশাপাশি চিকিৎসা সেবাও আন্তরিকভাবে প্রদান করা হচ্ছিল। গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে রোগীর স্বজনেরা অভিযোগ করেন, ইনজেকশন দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এরপর ওই দিন বিকাল ৩টার দিকে হাসপাতালে এসে চিকিৎসকদের ওপর হামলা চালায় তারা।

এ সময় তারা ইন্টার্ন চিকিৎসক ডা. রাসেল আল মাহমুদ, ডা. জ্যাকসন ত্রিপুরাকে মারধর করে। তাদের হামলায় আহত হন সহকারী রেজিস্ট্রার ডা. ফাহিম মো. তাজনুন। এছাড়া ওয়ার্ড বয়, নার্সদের ওপরও হামলা চালায় তারা।

এ সময় হামলাকারীরা ফ্রিজ, টেবিল ও চেয়ার ভাঙচুরের পাশাপাশি রোগীদের ফাইলপত্র ছিড়ে ফেলে।

এর পর থেকে এ ঘটনায় দোষীদের শাস্তি এবং হাসপাতালে নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা।

 

সুত্র – মেডিভয়েস