দৈনিক সমাজের কন্ঠ

১ ঘণ্টার কম সময়ে ৪৬ পদ রান্না করে বিশ্বরেকর্ড

১ ঘণ্টারও কম সময়ে ৪৬ রকমের পদ রান্না করে রেকর্ড গড়ল ভারতের  তামি’লনাড়ুর এক মে’য়ে।এসএন লক্ষ্মী সাই শ্রী নামের ওই মে’য়ে ৫৮ মিনিটে ৪৬ রকমের পদ তৈরি করেছেন। এতে ‘ইউনিকো বুক অব ওয়ার্ল্ড রেকর্ড’ এ তার নাম উঠেছে বলে সংবাদ সংস্থা এএনআই ও আ’নন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে জানিয়েছে ১ ঘণ্টার কম সময়ে ৪৬ পদ রান্না করে বিশ্বরেকর্ড কেরলো্।

লকডাউনের সময় মে’য়ে রান্নাঘরে আমার স’ঙ্গে অনেকটা সময় কা’টাত। সেই সময়েই রান্নার প্রতি ওর আ’গ্রহের বি’ষয়টি লক্ষ্য করি। বি’ষয়টি লক্ষীর বাবাকে জানাতেই রেকর্ড গড়ার চেষ্টা করতে বলেন।’

এএনআই জানিয়েছে, রেকর্ডের বি’ষয়টি নিয়ে চর্চা করতে গিয়ে লক্ষ্মীর পরিবার জানতে পারে, কেরালার ১০ বছরের মে’য়ে সানভি ৩৩ রকমের পদ রান্না করেছিল।

এটা জানার পর থেকেই লক্ষ্মীর বাবা চাইতেন, লক্ষ্মী সেই রের্কড ভাঙুক। অবশেষে মঙ্গলবার বাবার সেই আশা পূরণ করলেন লক্ষ্মী।

Updated: 17/12/2020 — 7:44 AM