সমাজের কন্ঠ আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের আযানের ওপর নিষেধাজ্ঞা ঘোষনার পর পরই ইসরাইলে ভয়াবহ দাবানল শুরু। ইহুদিবাদী দেশ ইসরাইলে শুরু হওয়া দাবানল কোনোভাবেই এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দাবানল অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতি এলাকায় ছড়িয়ে পড়েছে। দাবানলের আগুন নেভাতে কাজ করছে ৪৮০টি অগ্নিনির্বাপক বিমান, প্রায় ২,৫০০ জন অগ্নিনির্বাপক কর্মী। ২৬শে মে রোববার এসব বিমানের সাহায্যে আড়াই লাখ টন পানি মাটিতে ফেলা হয় তবুও দাবানল নিয়ন্ত্রনে আসেনি। স্থানীয় অধিবাসীদের দাবি ইসরাইল সরকার ইসলাম ধর্মের পবিত্র আযানের ওপর নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নেয়ার পর পরই ইসরাইলে দাবানলের সৃষ্টি হয়েছে।
আন্তজার্তিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দাবানলে ইসরাইলের গুরুত্বপুর্ণ আবাসিক এলাকা এবং বনাঞ্চল ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ।
ইহুদীবাদী ওই দেশটির ব্যাপক দাবানল নিয়ন্ত্রণে মিসর ও চার ইউরোপীয় দেশ বিমান পাঠিয়েছে। শুক্রবার নেতানিয়াহু বলেছেন, ভয়াবহ দাবানলে কয়েকটি ছোট শহর থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে। দাবদাহের কারণে দেশটির তাপমাত্রা আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছে।