দৈনিক সমাজের কন্ঠ

জামাল খাসোগিকে হত্যাকারী সৌদি আরবের সদস্যরা আমেরিকায় প্রশিক্ষন নিয়েছিলো।

সমাজের কন্ঠ ডেস্ক – সৌদি আরবের রিয়াদ থেকে পাঠানো একটি দল ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করে।  সম্প্রতি একটি বোমা ফাটানোর মতো খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটি বলছে, সাংবাদিক জামাল খাসোগিকে হত্যাকারী সৌদি আরবের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ পেয়েছে। সৌদি আরব সরকারের সমালোচক জামাল খাসোগিকে গত বছরের ২রা অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে টুকরো টুকরো করে হত্যা করা হয়। রিয়াদ থেকে যাওয়া ১৫ সদস্যের হত্যাকারীরা এই এই হত্যাকান্ডে অংশ নেয়। তাঁর লাশ এখনো পাওয়া যায়নি। জামাল খাসোগি হত্যার ঘটনায় সৌদি আরবে চলতি বছরের শুরুর দিকে ১১ জন সন্দেহভাজন সন্ত্রাসীর বিচার শুরু হয়। তবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কারণে বিচারকাজ থমকে আছে বলে অভিযোগ রয়েছে।