টানা বৃষ্টিতে তলিয়ে গেছে যশোরের নিম্ন অঞ্চলের আমন ধানক্ষেত 

0
0
শাহারুল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধি ঃ
গত কয়েক দিনের মৃদু ঝড় ও টানা বৃষ্টিতে তলিয়ে গেছে যশোরের নিম্ন অঞ্চলের কৃষকের সদ‍্য রোয়া আমন ধান।  পানিতে ডুবে আছে  কৃষকের সোনালী স্বপ্ন।ধানের ব্যাপক ক্ষয়ক্ষতিতে এই অঞ্চলের শতশত কৃষি পরিবার পরিজন দিশেহারা হয়ে পড়েছেন। চলতি মৌসুমে আমনে ব্যাপক লোকসান ভেবে আগামী মৌসুমী তে  ফসলের আবাদ কিভাবে করবেন সেই চিন্তায় গভীর ভাবে চিন্তিত হয়ে আছেন।
বিস্তৃর্ণ এলাকা জুড়ে শুধু  পানি আর পানি।চারিদিকে থৈ থৈ করছে পানিতে ভারা ফসলের  মাঠ। দেখে বোঝার উপায় নেই এখানেই ডুবে আছে কৃষকের সোনালী ফসল। আমন ধানের  পাশাপাশি অনেক কৃষকের সবজির ক্ষেত ও বিনষ্ট হয়ে গেছে।কোথাও কোথাও আমন  ধান গাছের  মাথা উঁচু করে থাকলেও গত দু দিনে  তা পচন  ধরতে শুরু করেছে।ফলে আমন ধানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে  পড়েছেন কৃষকরা।
এই পানি সরানো না গেলে আমন ধানের সাথে সবজির  খেতও নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা।উপজেলার এ সমস্ত নিম্ন অঞ্চলের পানি নিষ্কাশনের কোন ব‍্যবস্তা নেই। তাই বৃষ্টি বন্ধ হলেই ধান গাছের  মাথা   কিছুটা  জাগতে পারে। সে ক্ষেত্রে কিছুটা হলেও ফসল ঘরে তুলতে পারবেন আশা বাদী কৃষকরা।
কৃষকদের এই সংকটময় দুঃসময়ে হতাশ না হয়ে ধৈর্য্য ধরতে হবে ও দ্রুত গতিতে পানি নিষ্কাশনের ব‍্যবস্তা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here