দৈনিক সমাজের কন্ঠ

যশোরে ভারতীয় রুপিসহ বাসের সুপারভাইজার আটক

যশোর প্রতিনিধি   – ভারত থেকে পাচার করে আনা ৬ লাখ ভারতীয় রুপিসহ রাইসুল ইসলাম (৩২) নামে বাসের এক সুপারভাইজারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার দুপুরে তাকে আটক করা হয় বেনাপোল-যশোর মহাসড়কের নতুন হাট এলাকা থেকে। আটক রাইসুল ইসলাম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গাসিয়ারা গ্রামের অলিয়ার রহমান ছেলে। বিজিবি‘র দাবি রাইসুল ইসলাম একজন হুন্ডি ব্যবসায়ী।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের হাবিলদার আব্দুর রশিদের নেতৃত্বে একটি বিশেষ টহলদল বেনাপোল-যশোর মহাসড়কের নতুন হাট এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল কোচ পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৫-২০৮৪) অভিযান চালানো হয়।

এ সময় পরিবহনের সুপারভাইজার রাইসুলের শরীর তল্লাশি করে ৬ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। যা বাংলাদেশী সাত লাখ ৫০ হাজার টাকা। আটককৃত ভারতীয় টাকাসহ আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।