যশোরের কেশবপুরে একযোগে ৫ লাখ তাল বীজ বপন

0
0

কেশবপুর (যশোর) প্রতিনিধি :   

যশোরের কেশবপুরে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ লাখ তাল বীজ বপন করা হয়েছে। স্কুল, কলেজ, মাদরাসার পক্ষ থেকে ওই তাল বীজ সংগ্রহ করা হয়। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকার সকল রাস্তার দুই পাশ দিয়ে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীরা একযোগে ৫ লাখ তাল বীজ বপন করেন।

উপজেলার টিটাবাজিতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান জানান, তার বিদ্যালয়ের ছাত্রীরা গ্রামের সড়কের দুই ধারে ৩৫০০ এবং মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান দীন ইসলাম জানান, তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেশবপুর-বকুলতলা সড়কের দুই পাশে ২৮০০ তাল বীজ বপন করে। উপজেলার মূলগ্রাম দারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ আলা উদ্দিন বলেন, একযোগে ছাত্র-ছাত্রীরা তাল বীজ বপনে অংশ নেওয়ায় উপজেলাব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা জানান, একই সঙ্গে উপজেলার প্রতিটি রাস্তার দুই পাশ দিয়ে ৫ লাখ তাল বীজ বপন করে শিক্ষার্থীরা রেকর্ড সৃষ্টি করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমান বলেন, প্রাকৃতিক সুরক্ষা ও বজ্রপাতে মৃত্যুঝুঁকি হ্রাসে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে একযোগে ৫ লাখ তাল বীজ বপন করা হয়েছে। গত বছরও কেশবপুরে একইভাবে তাল বীজ বপন করা হয়েছিল। ওই বপনকৃত বীজ থেকে অধিকাংশই চারা বের হয়েছে। এ চারা রক্ষা করা সম্ভব হলে আগামী ১৫ থেকে ২০ বছর পর কেশবপুরে তাল গাছে ভরে উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here