বিনা নোটিশে যশোর মেডিকেল কলেজর ২৫ জন কর্মচারিকে চাকরি থেকে অব্যহতি

0
0
যশোর প্রতিনিধি – বিনা নোটিশে যশোর মেডিকেল কলেজর ২৫ জন আউটসোর্সিংয়ের কর্মচারিকে চাকরি থেকে অব্যহতি দেয়া হয়েছে। ২৫ টি পরিবার দুঃখ, দুর্দশার মধ্যদিয়ে মানবেতর জীবন-যাপন করছে।শনিবার (১৯ অক্টোবর) ভুক্তভোগী রফিকুল ইসলাম এ অভিযোগ করেন। অভিজ্ঞতার আলোকে তারা চাকরি পাওয়ার দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, যশোর মেডিকেল কলেজে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২০১২-১৩ অর্থ বছর থেকে তারা ৬৫ বিভিন্ন পদে চাকরি করে আসছেন। হঠাৎ করেই কোন কারণ ছাড়ই ১০ জুন ২৫ জন কর্মচারিকে চাকরি থেকে অব্যহতি দেয়া হয়।বেতন-ভাতার বিভিন্ন দাবি নিয়ে তাদের সংশ্লিষ্ট ঠিকাদার ও যশোর মেডিকেল কলেজের হিসাবরক্ষক জয়নাল আবেদীনের সাথে দীর্ঘদিন ঝামেলা ছিল। সেই শত্রুতার জের ধরে বিনা নোটিশে ২৫ জন চাকরি থেকে বাদ দেয়া হয়। পদগুলো সরকারি করার আদেশ হওয়ার পরিবর্তে চাকরি থেকে বাদ দেয়া হচ্ছে। ২৫ জন কর্মচারি পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন-যাপন করছে। তারা চাকরি ফিরে পাওয়ার দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here