দৈনিক সমাজের কন্ঠ

চৌগাছায় ফারিয়া’র আয়োজনে মানববন্ধন 

চৌগাছা প্রতিনিধিঃ চৌগাছায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজন্টটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া’র) উপজেলা শাখার উদ্যোগে মানবন্ধন অনুষ্টিত হয়েছে।
মানববন্ধন পূর্ব এক র‌্যালি অনুষ্ঠিত হয়, র‌্যালিটি চৌগাছা ৫০ শয্যা হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে স্বাধীনতা ভাস্কার্য মোড়ে এসে শেষ হয়। এ্যাসোসিয়েশনের ৫ দফা দাবি আদায়ের লক্ষে শনিবার (১৯ অক্টোবর) স্বাধীনতা ভাস্কার্য মোড়ে চৌগাছা ’ফারিয়া’ এই মানবন্ধন করেন।
এ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাচ্ছু মিয়া, সদস্য শহিদুল ইসলাম, বাদল হোসেন, তৌহিদুর রহমান, গোলাম রসুল, নুরুজ্জামান, মকলেছুর রহমান প্রমুখ। এ সময় মিজানুর রহমান, মাসুদুর রহমান, রশিদুল ইসলাম, ইমরান হোসেন, মোজাহারুল ইসলাম, মোতালেব হোসেন, আনোয়ার হোসেন, সোহেল রানাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা এ সময় বলেন, সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারন করতে হবে, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামাঞ্জস্য রেখে টিএ, ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান করতে হবে, চাকুরীর নিরাপত্তা ও নিশ্চিয়তা বিধান সহ একটি সুনিদর্ষ্টি নীতিমালা প্রনায়ন করতে হবে, ’ফারিয়া’কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান করতে হবে ও সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের ব্যবস্থা করতে হবে।
মানববন্ধন থেকে উল্লেখিত দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুসিয়ারী দেন বক্তারা।