চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

0
0
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যন নাজনীন নাহার, সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, ওসি রিফাত খান রাজিব, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাহামুদুল হাসান, তোতা মিয়া, আনোয়ার শেখ, ইব্রাহিম খলিল বাদল, আতিয়ার রহমান, অবাইদুল ইসলাম সবুজ, জগদীশপুর ইউপির প্যানেল চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. নুর হোসেন, সমাজসেবা কর্মকর্তা নির্মল কান্তি, মহিলা কর্মকর্তা মাকছুরা জামান, শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, মেডিকেল অফিসার ইয়াসির আরাফাত, আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরান হোসেন, দূনীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান, সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, সাংবাদিক এইচ এম ফিরোজ, সাজ্জাদ মল্লিক, জামিল হোসেন (ফটো সাংবাদিক) প্রমুখ।
চৌগাছা উপজেলার পাতিবিলা ইউপির বিভিন্ন গ্রামে  লোকজন বালু উত্তোলন করায় মাদকসেবী ও অবৈধ অস্ত্রধারী লোকজনের আনাগোনা বেড়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, চৌগাছা উপজেলায় যে কোন নদী থেকে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ইউএনও ও ওসির সমন্বয়ে সভা করে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here