দৈনিক সমাজের কন্ঠ

চৌগাছা উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন পাশাপোল ইউপি

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ২ নং পাশাপোল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। শনিবার বিকাল ৩ টায় চৌগাছার ঐতিহ্যবাহি সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ফুলসারা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যম্পিয়ন হয়। ফাইনাল খেলায় দু’টি ইউনিয়নই বিদেশী খেলোয়াড় দলে অন্তভুক্ত করায় খেলা শুরুর আগে থেকেই পুরো মাঠ দর্শকে পূর্ণ হয়ে যায়। তুমুল প্রতিদ্ব›িদ্বতা পূর্ণ এই ফাইনাল খেলার প্রথমার্ধ গোল শুন্য ড্র থাকে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে উভয় দলের খেলোয়াড়রা গোল পেতে মরিয়া। দর্শকদের মুহুমুহু করতালীর মধ্য দিয়ে চলতে থাকে আক্রমন আর পাল্টা আক্রমন। দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটে পাশাপোল ইউনিয়ন পরিষদের খেলোয়াড় ৭ নং জার্সি পরিহিত সাব্বির আহমেদ জয় সুচক গোলটি করেন। এরপর কোন দলই আর গোলের দেখা না পাওয়ায় ১-০ জয়ী হওয়ার পাশাপাশি টুর্নামেন্টর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাঠ ছাড়েন পাশাপোল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ।

খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের অধিনায়কের হাতে ট্রফি এবং চেক (২৫ ও ১৫ হাজার টাকা) তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপেজলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান। এ সময় নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, উপজেলা ক্রীড়া সংস্থ্যার সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, শেখ আনোয়ার হোসেনসহ উপেজলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান। সহকারী রেফারি শফিকুল ইসলাম মিঠু ও সালাউদ্দিন দিলু দায়িত্ব পালন করেন।