দৈনিক সমাজের কন্ঠ

চৌগাছায় আমন ধান সংগ্রহের উদ্বোধন

চৌগাছা সংবাদদাতাঃ চৌগাছা খাদ্যগুদামে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট থেকে আমন ধান সংগ্রহ শুরু হয়। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রন অফিসের আয়োজনে খাদ্য গুদাম চত্তরে আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। এ সময় তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, প্রকৃত কৃষকরা এখানে ধান দিতে পারবেন। ২০ নভেম্বর থেকে ২৮ ফেব্রæয়ারির মধ্যে কেজি প্রতি ২৬ টাকা মুল্যে ১৮৬৮ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করা হবে। প্রত্যেক কৃষক ১ টন করে খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারবেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান সিদ্দিক,উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম ও তাপস কুমারসহ পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।