শার্শার নাভারনে র‍্যাবের অভিযানে ৪৭ লিটার চোলাই মদসহ আটক-১

0
2
নাজিম উদ্দীন জনি,শার্শা(যশোর)প্রতিনিধিঃ যশোরের শার্শায় র‍্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন(র‍্যাব) ৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪৭ লিটার চোলাই মদসহ উজ্জল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) বেলা ১০টার সময় তাকে নাভারন বাজারস্থ সাতক্ষীরা রাস্তার মোড় সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে থেকে আটক করা হয়।
 আটককৃত উজ্জল হোসেন (২৩) বেনাপোল মাছ বাজারের চোলাই মদের আড়ৎদার খ্যাত বেবীর ছেলে। তার পিতা বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মৃত তোতা মিয়া। বিগত কয়েক দিন পূর্বেও বেবীর ছোট ছেলে হিরু মিয়া একই প্রক্রিয়ায় চোলাই মদসহ র‌্যাবের হাতে আটক হয়েছিল বলে জানান স্থানীয়রা।
 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-৬’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এম মাহামুদুর রহমান মোল্লা(এস) বিএন জানান, র‌্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ, অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এছাড়া, প্রধান মন্ত্রীর নির্দেশনা মোতাবেক র‌্যাব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১০টার সময় নাভারন বাজারস্থ সাতক্ষীরা রাস্তার মোড় সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে অভিযান পরিচালনা করে উজ্জল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি সাদা রংয়ের প্লাষ্টিকের জারকিনের মধ্যে রক্ষিত ২২ লিটার এবং আরেকটি নীল রংয়ের প্লাষ্টিকের জারকিনের মধ্যে রক্ষিত ২৫লিটার চোলাই মদসহ সর্বমোট ৪৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
আটককৃত আসামী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
 দ্রুত ধৃত আসামী ও সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here