নানা আয়োজনে ঐতিহাসিক যশোর মুক্ত দিবস উদযাপিত

0
0
নাজিম উদ্দীন জনিঃ ব্যপাক উৎসাহ উদ্দীপনায় নানা আয়োজনে ঐতিহাসিক যশোরমুক্ত দিবস উদযাপিত হয়েছে।
শুক্রুবার(৬ ডিসেম্বর)দিবসটি উপলক্ষে যশোর টাউন হল ময়দানে হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে শহরের মণিহার এলাকায় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর উপ প্রধান রবিউল আলম, পুলিশ সুপার মঈনুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদ, সদর উপজেলা শাখার সাবেক কমান্ডার মোহাম্মদ আলী স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,জেল শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলুসহ আরো অনেকে।
এছাড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রী স্বপন ভট্টাচার্য্যসহ আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
১৯৭১ সালে সারাদেশের মধ্যে প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here