চৌগাছায় পিকআপ ভর্তি তুলা আগুনে পুড়ে ছাই

0
0
চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় শ্রমিকের বিড়ির আগুনে এক পিকআপ ভর্তি তুলা পুড়ে গেছে। দগ্ধ হয়েছেন পিকআপের চালক বকুল হোসেন। ক্ষতিগ্রস্থ হয়েছে নতুন পিকআপটিও।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌগাছা-ঝিকরগাছা সড়কের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশের মিন্টুর দ্বিতল বাসভবনের নিচতলায় এ ঘটনাটি ঘটে। তবে পিকআপটির চালকের বুদ্ধিমত্তায় ও স্থানীয়দের সহায়তায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। পরে ৯৯৯ তে কল দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
চালক বকুল হোসেন বলেন, মালিকের ধরে দেয়া ভাড়ায় আমি (যশোর-ট-১১-৫২৩৯) পিকআপ ভর্তি তুলা নিয়ে হোতাপাড়া থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একটি বাড়ির নিচতলার গুদামে তুলা রাখার কথা ছিল। শ্রমিকরা প্রচন্ড শীত হওয়ায় ধুমপান করছিল ও তুলা নামাচ্ছিল। এ সময়ে হঠাৎ করে কেউ একজন আগুন বলে চিৎকার দিয়ে উঠলে দেখি দাউদাউ করে জ্বলে উঠেছে। তখন আমি বাড়ি ও মানুষের কথা চিন্তা করে গাড়ি স্টার্ট করে রাস্তার অপর পাশের প্রাইমারি স্কুলের মাঠের মধ্যে নিয়ে দ্রুত লাফিয়ে পড়ি। তিনি বলেন গাড়ির ইঞ্জিনকভারেও আগুন লেগে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরইমধ্যে স্থানীয় ওয়ার্ড কাউিন্সলর জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পাশ্ববর্তী কোটচাঁদপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
সংবাদ পেয়ে এসআই রিপন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌছে। এসময় স্থানীয় দু’ ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান ও আব্দুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কোটচাঁদপুর স্টেশনের সহকারী কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল এবং চৌগাছা থানার এসআই রিপন হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় পিকআপটির চালক বকুল হোসেন সামান্য অগ্নিদগ্ধ হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here