দৈনিক সমাজের কন্ঠ

চৌগাছায় স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত 

আব্দুল আলীম, চৌগাছা:  ইচ্ছাপূরণ সেচ্ছাসেবী সংগঠন  যশোর জেলার পক্ষে আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় চৌগাছা বড়খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মাঠে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৩৫০ জনকে ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় করে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা হয়। তাদের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ করতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অত্র আলোচনা সভায় নাসির উদ্দিন রাব্বির সঞ্চালনায় এবং নারায়ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য কামাল হোসেন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক অমেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইচ্ছাপূরণ সেচ্ছাসেবী সংগঠনের রক্তদান সম্পাদক মাসুদ হাসান রিফাজ, সংগঠনের জেলা সমন্নয়ক হাসিবুর রহমান, উপস্থাপনা সম্পাদক সিলভিয়া জাহান, খাদ্যদান সম্পাদক আশরাফুল ইসলাম, উপস্থাপনা সম্পাদক সিলভিয়া জাহান। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম পৌর কলেজের প্রভাষক রিপোন হোসেন, রিপন হোসেন, মেহেদী হাসান, শিমুল সাহ, ইমন প্রমুখ।