অল্প খরচে কম সময়ে অধিক লাভ হওয়ায় সরিষা চাষে আগ্রহী চৌগাছার চাষিরা

0
2

চৌগাছা সংবাদদাতাঃ চৌগাছা উপজেলায় মাঠের পর মাঠ গুলো সরিষার ফুল হলুদে ভরে গেছে, মনে হয় কেউ যেন মাঠ গুলোতে হলুদের রং ঢেলে দিয়েছে।অল্প খরচে কম সময়ে অধিক লাভ হওয়ায় সরিষা চাষে আগ্রহ প্রকাশ করছে উপজেলার সাধারণ চাষিরা। আবহাওয়া ভালো থাকলে সরিষা চাষে বাম্পার ফলন হতে পারে বলে মনে করছে এই অঞ্চালের হাজারো কৃষক ।ধান সহ বিভিন্ন ফসল উৎপাদন করে কৃষকরা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সরিষা চাষে কিছুটা হলেও লাভের মুখ দেখবে কৃষকরা ।উপজেলা কৃষি অফিসের হিসাব অনুসারে এই বছর অত্র উপজেলায় ২৪৭০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ করা হয়েছে।গত বছর উপজেলার ১১৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ করা হয়েছিল যাহা এই বছর তার দ্বিগুন।উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় কম বেশি সব মাঠেই সরিষার চাষ করা হয়েছে।এবার টারি-৭,বারি-১৪,১৫ ও রায় সরিষার জাত বেশি চাষ করা হয়েছে।পাট চাষের পরে খালি জমি না ফেলিয়ে রেখে সেখানে সরিষা চাষ করা হয়।তবে পাট ও আমন ধানের জমিতে সরিষার চাষ সব থেকে বেশি করা হয়েছে।এই র্পযন্ত সরিষা চাষে আবহাওয়া অনেক অনুকূলে আছে কোন রকম প্রাকৃতিক দূর্যোগ না হলে বিঘা প্রতি ৭-৮ মণ সরিষা উৎপাদন করা সম্ভাব হবে। উপজেলার ফুলসারা,সিংহঝুলি,নারায়নপুর,হাকিমপুর,জগদীশপুর,স্বরুপদাহ ইউনিয়নের সব থেকে বেশি সরিষা চাষ করা হয়। চৌগাছার সলুয়া,সিংহঝুলি,গুয়াতলী,বাটিকামারি,ইলেশমারি,নারায়নপুর,কাদবিলা গ্রামের মাঠ গুলোয় যেয়ে দেখা যায়, দিগন্ত জুড়ে হলুদের সমাহার মাঠের পর মাঠ গুলো সরিষার ফুল হলুদে ভরে গেছে।ইলেশমারি গ্রামের রফিকুল ইসলাম বলেন, সরিষা একটি তেল বীজ জাতীয় সফল এছাড়া অল্প খরচে কম সময়ে অধিক লাভ হওয়ায় সরিষা চাষে আগ্রহ প্রকাশ করছে সাধারণ চাষিরা। অন্য সব ফসলের তুলনায় সার,সেচ ও পোকার আক্রমণ কম থাকায় উৎপাদন খরচ তুলনা মূলক অনেক কম।তাছাড়া সরিষার বাজার দর ও অনেক ভালো যার কারণে দিন দিন অত্র উপজেলায় সরিষার চাষ বেড়েই চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here