যশোরে চোরাই মটরসাইকেল ও জাল সনদ সহ আন্তঃজেলা চোর চক্রের ০৩ সদস্য আটক

0
0

ডা. শাহরিয়ার আহমেদঃ আন্তঃজেলা মটরসাইকেল চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার ১টি চোরাই মটরসাইকেল সহ জাল সনদপত্র জব্দ।

গ্রেফতার ও উদ্ধার অভিযানঃ
ইং ১২/০৪/২০২১ তারিখে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ মাসুম কাজী এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম ও সঙ্গীয় ফোর্সসহ বেনাপোল-শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১৫.০০ ঘটিকার সময় শার্শা থানাধীন নাভারন সাতক্ষীরা মোড় এলাকায় চোরাই মটর সাইকেল ক্রয়/বিক্রয়কালে ০৩ জনকে হাতে নাতে ধৃত করেন। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গাড়িটি সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন কুলিয়া এলাকা হইতে চুরি করা হইয়াছে। তাদের তথ্যের ভিত্তিতে প্রকৃত মালিকের সন্ধান পাইলে গাড়ির প্রকৃত মালিক মোঃ হাবলুর রহমান (৩০), পিতা- মৃত মহরম আলী, সাং- কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা ঘটনাস্থলে পৌছিয়া গাড়িটি সনাক্ত পূর্বক ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় এজাহার দায়ের করলে শার্শা থানার মামলা নং-২২ তাং-১২/০৪/২০২১ ইং ধারা-৩৭৯/৪১১/৪১৩/৪৬৮/৪৭১/৪২০/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামীগণ আন্তঃজেলার পেশাদার মটর সাইকেল চোর চক্রের সদস্য। তাদের হেফাজত হইতে চোরাই মটর সাইকেলসহ জাল রেজিষ্টেশন সনদপত্র, অন্যান্য চোরাই গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট জব্দ করা হইয়াছে। তাদের বিরুদ্ধে একাধিক চুরি, দস্যুতা, হত্যা মামলা রহিয়াছে।

গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
১। মোঃ বিদ্যুৎ (৪২), পিতা- ইয়ার আলী সাং-কাদিরপাড়া পূর্বপাড়া, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা
২। অরুপ কুমার দাস (৩৩), পিতা- অসিত কুমার দাস, সাং- কাদিরপাড়া পূর্বপাড়া, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা
৩। মোঃ শফিয়ার রহমান (৩৮), পিতা- মৃত সাব্দার আলী, সাং- রেল বাজার নাভারণ মোড়, যাদবপুর, থানা-শার্শা, জেলা-যশোর

উদ্ধারকৃত আলামত :
১। ০১টি চোরাই মটর সাইকেল।
২। ডিজিটাল নাম্বার প্লেট-০১টি।
৩। জাল রেজিঃ সনদপত্র।
৪। মোবাইল সেট-০৩টি
৫। নগদ ১০,০০০/- টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here