যশোরে করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালিত

0
0

প্রনব মন্ডল, বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-19 এর বিস্তার রোধকল্পে সরকার কতৃর্ক জারিকৃত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়, আজ ১৪ই এপ্রিল ২০২১ ভোর ৬ টা থেকে কার্যকর হয়েছে।

আইন শৃঙ্খলা বাহিনির Executive Magistrate তৎপরতা ছিলো চোখো পড়ার মতো।রাস্তাঘাট ছিলো একেবারে জনশূন্য ।ঔষধ কাঁচাবাজার ও কিছু নিত্য প্রয়োজনীয় দোকানপাট বাদে সবকিছু বন্ধ ছিলো।শহরের রাস্তায় ছিলো না মানুষের আনাগোনা ।রাস্তায় ব্যাটারিচালিত রিকশা, মোটরসাইকেল ,ও জরুরি সেবারগাড়ি চলাচল বাদে আর কোনো গণপরিবহন চোখে পড়ে নি।১৪ জন Executive Magistrate কতৃর্ক পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে পুরো জেলায় মাস্ক না পরা ,স্বাসহ্যবিধি লঙ্ঘন নিধার্রিত সময়ের পরে দোকান খোলা রাখার দায়ে ৩৩ টি মামলায় ১২৮০০/ অথর্দন্ড প্রদান করা হয় ।যশোরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবার্ত্নক লকডাউন শুভসূচনার জন্য সন্মানিত জেলাবাসী সন্মানিত জেলাপ্রশাসক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here