দৈনিক সমাজের কন্ঠ

যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি পরীক্ষা স্থগিত

মনিরুজ্জামান মিল্টনঃ শনিবার (১৭ সেপ্টেম্বর)  অনুষ্ঠিতব্য বাংলা দ্বিতীয় পএের(১০২) বহুনির্বাচনি অংশের পরীক্ষা  স্হগিত করা হয়েছে। উল্লেখ্য যে, বাংলা দ্বিতীয় পএের সৃজনশীল  অংশের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর)  বিকালে যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  এ সংক্রান্ত একটি আদেশ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, ও মাগুরা জেলাপ্রশাসকের নিকট পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাএ যশোর শিক্ষা বোর্ডের অধীন্যস্ত জেলা ও উপজেলা, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পএের বহুনির্বাচনি অংশের পরীক্ষা হবে না।  তবে এসব জেলা-উপজেলার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পএের সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা যথারীতি  সকাল সাড়ে দশ টায় পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে।  আর বেলা ১১ টা থেকে ১২ টা ৪০ মিনিট পর্যন্ত সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরো বলা হয়েছে যে, স্হগিতকৃত বাংলা দ্বিতীয় পএের বহুনির্বাচনি অংশের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
জানা গেছে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)  এসএসসি পরীক্ষার বাংলা প্রথম প্রশ্ন পএের পরিবর্তে বাংলা দ্বিতীয় পএের বহুনির্বাচনি অংশের প্রশ্নপএের প্যাকেট খুলে পাওয়া যায়। এ ঘটনার প্রক্ষিতে বাংলা দ্বিতীয় পএের বহুনির্বাচনি অংশের পরীক্ষা স্হগিত করা হয়েছে।