দৈনিক সমাজের কন্ঠ

চৌগাছায় অধ্যক্ষের বাড়ির দোতলার গ্লাস ভাঙচুর, থানায় অভিযোগ দায়ের 

চৌগাছা  প্রতিনিধি –যশোরের চৌগাছায় পৌরসদরে অবস্থিত তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটুর বাড়িতে ইট মেরে দোতলার গ্লাস ভেঙে ফেলার অভিযোগ উঠেছে তার এক ছাত্রের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল রাত ১০ টায় তার নিজ বাসা চৌগাছা থানা পাড়ায় এই ঘটনাটি ঘটে।
এই ঘটনায় অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু তার কলেজের (২০১৪-১৫) শিক্ষাবর্ষের ছাত্র উপজেলার ইছাপুর গ্রামের তাহাজ্জ্বেল হোসেনের ছেলে আজিজুর রহমান আকাশের (২২) বিরুদ্ধে চৌগাছা থানায় একটি জিডি করেছেন।
 থানা ও অভিযোগকারী সূত্রে জানা যায়, অধ্যক্ষ মঞ্জুরুল আলম অভিযোগে বলেছেন অভিযুক্ত আজিজুর রহমান আকাশ তরিকুল ইসলাম পৌর কলেজের (২০১৪-১৫) শিক্ষাবর্ষের ছাত্র ছিলো। কিন্তু টেস্ট পরীক্ষা না দিয়েই সে এইচএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়। এমতাবস্থায় কলেজের অধ্যক্ষ (মঞ্জুরুল আলম লিটু) আকাশকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দেননি। ফলে অধ্যক্ষ মঞ্জুরুল আলম ছাত্র আকাশের কাছে শত্রু হয়ে দাড়ায়। ইতিমধ্যে কয়েকবার আকাশ তার অধ্যক্ষকে মারার হুমকিও দেয়।
 গতরাত ১০ টার সময় অধ্যক্ষের বাড়ির দোতলায় ইট মারার পরে তিনি বাড়ির নিচে তাকালে আকাশকেই দৌড়িয়ে পালাতে দেখেন। এজন্যই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।