চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ৪৮ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পরিচালিত ৪ টি সাবজোনে ফাইনাল অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার চারটি সাবজোনেই এইফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা সূত্রে জানা যায় ফুটবলে “ক” সাবজোনে জগদীশপুর মাধ্যমিক বিদ্যালয় বনাম শিশুতলা মাধ্যমিক বিদ্যালয়, “খ” সাবজোনে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় বনাম মুক্তারপুর আমজামতলা মাধ্যমিকবিদ্যালয়, “গ” সাবজোনে চৌগাছা শাহাদৎ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় বনাম পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়, “ঘ” সাবজোনে সঞ্চডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় বনাম বর্ণী শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ফাইনালে অংশগ্রহণ করে।
তন্মধ্যে চারটি সাবজোন থেকে “ক” সাবজোনে জগদীশপুর মাধ্যমিক বিদ্যালয়, “খ” সাবজোনে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, “গ” সাবজোনে পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়, “ঘ” সাবজোনে বর্ণী শাহপুরমাধ্যমিক বিদ্যালয় সাবজোন চ্যাম্পিয়ান হয়েছে।
উল্লেখ্য ২৪ আগষ্ট শনিবার ৪৮ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধন হয় উপজেলার চারটি সাবজোনে। উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি চৌগাছা, যশোর মোতাবেক স্কুল/মাদ্রাসামিলে- ১৪ দল নিয়ে নারাণপুর বাহারাম উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়কে “ক” সাবজোন, ১৭ দল নিয়ে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়কে “খ” সাবজোন, ১৪ দল নিয়ে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেলমাধ্যমিক বিদ্যালয়কে “গ” সাবজোন এবং ১৬ দল নিয়ে সঞ্চডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে “ঘ” সাবজন করা হয়। স্কুল মাদ্রাসা মিলে মোট ৬১ দলকে খেলার জন্য উপজেলা অফিস থেকে চিঠি দেওয়া হয়। সেইমোতাবেক সাবজোনের খেলার কার্যক্রম শেষ হয়।