চৌগাছা প্রতিনিধিঃ নিয়মিত খেলাধুলা করি-মাদকমুক্ত দেশ গড়ি, খেলাধুলায় বাড়ে বল-মাদক ছেড়ে খেলতে চল প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় ফতেপুর কিশোর ক্লাব কতৃক আয়োজিত ১৬ দলের ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে শক্তিশালী রাণিয়ালী ফুটবল একাদশ বনাম শক্তিশালী কায়েমকোলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলা পরিচালনায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন সফিকুল ইসলাম মিঠু এবং সাইফুল ইসলাম। উক্ত খেলায় রাণিয়ালী ফুটবল একাদশ (২-০) গোলে কায়েমকোলা ফুটবল একাদশকে পরাজিত করে প্রথম পুরস্কার লাভের যোগ্যতা অর্জন করে।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার ধূলিয়ানী ইউনিয়ন পরিষদের ফতেপুর গ্রামের ফুটবল মাঠে বিকাল চারটায় এই সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আব্দুর রশিদের সভাপতিত্বে ও এস এম মোমিনুর রহমানের পরিচালনায় ফতেপুর কিশোর ক্লাব কতৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের মাননীয় সাংসদ মেজর জেনারেল (অবঃ) বীরমুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খাঁন রাজিব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, চৌগাছা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর সেলিম, ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন, সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টু, অমেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান রাজুসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মীরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ধূলিয়ানী ইউপির সাবেক সভাপতি মহাব্বত আলী দলু, কুষ্টিয়া-ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মৌরি, বর্তমান সভাপতি এসএম আব্দুস সবুর, সাবেক ইউপি সদস্য ফুলছদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামারুজ্জামান, ফতেপুর ঈদগাহ কমিটির মাহাবুর রহমান, সাবেক রেফারী মুরাদ আলীসহ গ্রামের সিরাজুল ইসলাম, নজিবার রহমান, সরজেত আলী হাবু, সরজেত আলী, হাসানুজ্জামান, কওসার আলী, মিজানুর রহমান, হাফিজুর রহমান, শওকত আলী, হচেন আলী, হযরত আলী, কাদের কবিরাজ, ইসমাইল হোসেন, খোরশেদ আলম, ফসিয়ার রহমান, নূরুল আলম আদিল, আব্দার আলী, আব্দুল আলিম ফারা, নাজিম উদ্দীন, দিপ্তী রাণী বসু, মাষ্টার কুব্বোত আলী, মাষ্টার সহিদুল ইসলাম, অবঃ মাষ্টার নূরুল আলম, মাষ্টার আলতাফ হোসেন, কিতাব আলী, আবু সিদ্দিক, আবুল হোসেন, মাষ্টার আব্দুল আলীম, মাষ্টার বকুল হোসেন, সুধীর হালদার, মহসীন আলী, হাফিজুর রহমান, শরীফ হোসেন, আবু কালামসহ গ্রামের সকল শ্রেণির মানুষ এবং দূর-দূরন্ত থেকে আগত দর্শকবৃন্দ।
খেলা শেষে রাণিয়ালী ফুটবল একাদশের ক্যাপ্টেন সুধাংশ কুমার মন্ডলের হাতে প্রথম পুরস্কার হিসাবে একটি ফ্রিজ এবং কায়েমকোলা ফুটবল একাদশের ক্যাপ্টেন বাবু হোসেনের হাতে একটি ২৪ ইঞ্চি এলইডি রঙিন টেলিভিশন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।